Saturday, July 4, 2009

কবিতা ১৩.০৬.০৯

বর্ষাদিনে, শ্যামধর্মে কাঁপা

ব্রত পরিখার নিচে বসবাস, বর্ষাদিনে, তুমুল অন্ধকারে-
মেঘমেদুরতা, আর ভূকম্পনে ভীষণ শীতল তোমার পা
ঊর্ধ্বাকাশে, উপরে উঠে না।

ব্রতাচার, এ খেলা জটিল
আমি বলি লীলালাস্য, শ্যামঘন দেয়া নামে রাতে
বৃষ্টিস্নাত ভেজামন, লজ্জিত সন্ত্রাসী হিতে শুভস্য শুভম...
নারদের ভয়ে কাঁপে হীন সমতল
ভাসছে জলের মফস্বল; দূরে, হিতের ঘনত্বে-
শত জনমের ভয়ে সেও দেখি অযথা টলে না।

ভিখ মাঙি! শ্যামধর্মে তোমারও তো দ্বৈপায়ন সবুজ শ্যামল...
ছয়ফিট উচ্চতায় রক্তচোখ, ঘন টলমান
বর্ষাদিনে, ফুলে-ফসলের দাহে অহেতু নারদ, বলি তুমি শুধু তুমি
আহা রে দহন! শিষ্টাচারে নত, শ্যামধর্মে কাঁপা।

No comments:

Post a Comment